×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-১২, সময় - ১১:১৭:৪৬দেশজুড়ে মধ্য ডিসেম্বরেই জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমে উত্তর ও মধ্যাঞ্চলে কাঁপন ধরিয়েছে শীত। দু-এক দিনের মধ্যে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। ফলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে জানান, আগামী ১৬ তারিখ থেকে কুয়াশা আরও বাড়বে।
শাহানাজ সুলতানা আরও বলেন, ঘন কুয়াশা থাকবে অন্তত আরও এক সপ্তাহ। দু-একদিনের মধ্যেই বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। এ কয়দিন সূর্যের দেখা পেতে পেতে দুপুর হবে এবং আজ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে।
এই আবহাওয়াবিদ আরও জানান, এখনও দেশে শৈত্যপ্রবাহ না থাকলেও দু–এক দিনেই হবে সর্বনিম্ন তাপমাত্রা। সূর্য না উঠলে শীতের অনুভব বেশি হবে। বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচপের প্রভাব বাংলাদেশে পড়বে না। এ ছাড়া দীর্ঘমেয়াদি পূর্বাভাস এ মাসে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে উত্তরবঙ্গে।
