×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০১-২১, সময় - ০৯:৫৪:৩১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষে যুদ্ধ অব্যাহত থাকবে। এই বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বরিশালে নগরীর হেমায়েত উদ্দীন ঈদগাহে ময়দানে জেলা এবং মহানগর জামায়াতে ইসলামীর কর্মী মম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তিনি।

শফিকুর রহমান বলেন, আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করেন সুষ্ঠু নির্বাচন হবে কিনা এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা? আমাদের কথা স্পষ্ট, আগে তারা গণহত্যার বিচারের সম্মুখীন হয়ে আদালতে প্রমাণ করুক, তারপরে নির্বাচনে ফিরুক।

জামায়াত আমির বলেন, রাজনৈতিক অর্থ যদি গণহত্যা হয়, তার বিচার করবে দেশের জনগণ। এই দেশে আর কোনো চাঁদাবাজ, ফ্যাসিবাদ ফিরতে পারবেনা।

মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দির মুহাম্মদ বাবরের সভাপতিত্বে কেন্দ্রীয় অনেক নেতা বক্তব্য রাখেন।

কর্মী সম্মেলনে যোগ দেওয়ার জামায়াত আমির দুপুরে সদর উপজেলার চরমোনাই দরবার পরিদর্শন করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর এবং চরমোনাই পীরের সঙ্গে মতবিনিময় করেন। এসময় দুই নেতা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের পর জাতীয় নির্বাচনের কথা বলেন।


নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...