×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-১৫, সময় - ০৭:৫৪:৫১প্রশাসনে দলীয় পরিচয়ে নয়, পেশাদারিত্বের ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি দেয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। রবিবার (১৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের কাছে এই প্রস্তাবনা জমা দেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ।
প্রতিবেদনে তিন মেয়াদে জনপ্রশাসন সংস্কারের প্রস্তাব তুলে ধরে বিএনপি। এতে গত ১৫ বছরে বঞ্চিতদের পদায়ন, প্রশাসনিক সিন্ডিকেট ভেঙে দেয়া, প্রশাসনে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশসহ বেশকয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়। পাশাপাশি গত তিনটি নির্বাচনের সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়।
