×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-১৯, সময় - ১০:৫৮:৪৮২০১০ সালে শেখ হাসিনা সরকারের আমলে নেওয়া শিক্ষানীতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কারণ, এই শিক্ষানীতিকে ‘অনুপযোগী ও অবাস্তবায়নযোগ্য’। নতুন শিক্ষানীতি প্রণয়নে শিগগির আরেকটি কমিশন করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, স্বাধীনতার পর থেকে দেশে প্রণয়ন করা ছয়টি শিক্ষানীতি সরকার পরিবর্তনের সঙ্গে বাতিল হয়েছে।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম বলেছেন, আমরা বর্তমান শিক্ষানীতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই একটি নতুন শিক্ষানীতি প্রণয়নের জন্য একটি নতুন শিক্ষা কমিশন ঘোষণা করা হবে। আমরা নিশ্চিত যে এই কমিশন একটি চমৎকার কাজ করবে।
