×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২২-০৪-১৬, সময় - ০৮:৩৬:১৭জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর, জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারী রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে ৪৮,৩৬,৪৪৫ জন ইউক্রেনীয় দেশ ছেড়েছেন। আর শুধু শুক্রবারেই এ সংখ্যা ছিল ৪০,২০০ এরও বেশি।
ডেকান হেরাল্ড এর এক প্রতিবেদনে বলা হয়ঃ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, এছাড়াও প্রায় ২,১৫,০০০ জন তৃতীয় দেশের নাগরিক (বেশিরভাগ ছাত্র এবং প্রবাসী শ্রমিক) প্রতিবেশী দেশসমূহে পালিয়ে গেছেন, যার অর্থ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সব মিলিয়ে ৫০ লাখের (পাঁচ মিলিয়ন) বেশি মানুষ ইউক্রেন থেকে পালিয়েছেন।
সংস্থাটি বলছে, ইউক্রেন থেকে পালিয়ে যাওয়া প্রায় ৫০ লাখ মানুষের মধ্যে অনেকেরই ভবিষ্যতে ফিরে যাওয়ার জন্য বাড়িঘর থাকবে না।
