×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-২৩, সময় - ০৭:৫৪:৪৭চাঁদপুরের মেঘনা নদীতে মালবাহী জাহাজ থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ডাকাতের হামলায় তাদের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ওই জাহাজটি থেকে লাশগুলো উদ্ধার করা হয়। জানা গেছে, জাহাজটির নাম এমভি আল-বাখেরা। জাহাজটি নোঙর করা ছিল।
প্রাথমিকভাবে জানা গেছে, কার্গো জাহাজটি গত ২২ ডিসেম্বর সকাল ৮টায় চট্টগ্রামের কাফকো সার কারখানার ঘাট থেকে সার বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে জাহাজটি যথাসময়ে ঢাকায় পৌঁছায়নি।
