হোয়াটস অ্যাপ গাজার সাংবাদিকদের একাউন্ট বন্ধ করে দিচ্ছে

গাজা উপত্যকায় কর্মরত সাংবাদিকদের হোয়াটস অ্যাপ একাউন্ট ব্লক করে দেয়ার উঠেছে। ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই অঞ্চলটির একাধিক সাংবাদিকের একাউন্ট বাতিল হয়ে যায়। এরমধ্যে রয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রধান প্রতিবেদক ওয়াল আল-দাহদুহের হোয়াটস অ্যাপ একাউন্টও। অবরুদ্ধ থাকায় গাজা থেকে সংবাদ প্রচারে হোয়াটস অ্যাপের কোনো বিকল্প নেই। সংবাদ মাধ্যম এসোসিয়েটেড প্রেসও জানিয়েছে, গাজার অন্তত ১৭ সাংবাদিকের হোয়াটস অ্যাপ একাউন্ট ব্লক হয়ে আছে শুক্রবার থেকে। তবে আল-জাজিরার বেশ কয়েকজন সাংবাদিকের একাউন্ট এরইমধ্যে ফিরিয়ে দেয়া হয়েছে।

হোয়াটস অ্যাপ হচ্ছে ফেসবুকেরই একটি মেসেজিং অ্যাপ। ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, ফিলিস্তিনের পক্ষে থাকা পোস্টগুলো মুছে দিচ্ছে তারা। একাউন্ট বন্ধ হয়ে যাওয়া ১৭ সাংবাদিকদের ১২ জনই জানিয়েছেন, তারা গাজা থেকে হামাস সংক্রান্ত সংবাদ প্রচার করতে হোয়াট অ্যাপ ব্যবহার করতেন।।

Comments (0)
Add Comment