বাংলাদেশকে শিশুদের আরও ১৫ লাখ টিকা দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের শিশুদের জন্য আরও ১৫ লাখ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফাইজারের এই টিকাগুলো ৫-১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাস থেকে সুরক্ষা দেওয়ার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, নতুন এই চালানের মাধ্যমে বাংলাদেশকে উপহার হিসেবে দেয়া যুক্তরাষ্ট্রের টিকার পরিমাণ সাড়ে সাত কোটি ছাড়িয়ে গেছে। করোনা মহামারী মোকাবিলায় এবং শিশুদের সুরক্ষায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে রয়েছে।

উল্লেখ্য, গত জুলাই মাসের ৩১ তারিখ শিশুদের জন্য যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসে পৌঁছেছিল ফাইজারের ১৫ লাখ করোনার টিকার প্রথম চালান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দেশটি বিশ্বের বিভিন্ন দেশে যে কোটি কোটি ডোজ টিকা অনুদান হিসেবে দিয়েছে তার সবচেয়ে বড় সুবিধাভোগী হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ।

Comments (0)
Add Comment