দেশে গেল তিন বছরে বিভাগ ও জেলার সরকারি হাসপাতালের রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে (ব্লাডব্যাংক) ২৩ লাখ ৭৫ হাজার ৬৩৭ জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। এ সময় ১৩৯ জনের দেহে প্রাণঘাতী এইচআইভি-এইডস ভাইরাস শনাক্ত হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সেফ ব্লাড ট্রান্সফিউশন প্রোগ্রাম সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন।
এমন পরিস্থিতিতে রক্তদান ও গ্রহণে জনসচেতনতা তৈরিতে সারা বিশ্বের মতো দেশেও পালিত হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস-২০২২। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিবসটির স্লোগান নির্ধারণ করেছে-‘ডোনেটিং ব্লাড ইজ অ্যান অ্যাক্ট অব সোলিডারিটি, জয়েন দ্য ইফোর্ট অ্যান্ড সেভ লাইভ’ অর্থাৎ ‘রক্তদান একটি সম্মিলিত প্রয়াস, এই প্রয়াসে সংযুক্ত হোন, রক্তদান করুন এবং জীবন বাঁচান।’