করোনায় আক্রান্ত ছাড়ালো সাড়ে ৩৫ লাখ, মৃত্যু প্রায় আড়াই লাখ

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৬৬ হাজার ৪৮৭ জনে দাঁড়িয়েছে। মারা গেছেন ২ লাখ ৪৮ হাজার ৩০২ জন। সেইসঙ্গে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ৫৪ হাজার ৫৫০ জন।

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই রিপোর্ট লেখা পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১১ লাখ ৮৮ হাজার ১২২ জন। মৃত্যু হয়েছে ৬৮ হাজার ৫৯৮ জনের।

আক্রান্তের সংখ্যা দ্বিতীয় অবস্থানে থাকা স্পেনে মৃত্যু হয়েছে ২৫ হয়েছে ২৬৪ জনের। মোট আক্রান্ত ২ লাখ ৪৭ হাজার ১২২ জন।

এছাড়া করোনায় বিপর্যস্ত আরেক দেশ ইতালিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ। মারা গেছে ২৮ হাজার ৮৮৪ জন।

এদিকে যুক্তরাজ্যেও করোনায় মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ১ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ। সেইসঙ্গে ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৬৮ হাজার, মৃত্যু হয়েছে ২৪ হাজার ৮৯৫ জনের।

জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ছাড়ালেও মৃত্যু হয়েছে ৬ হাজার ৮৬৬ জনের। দেশটি ইতিমধ্যে জানিয়েছে তারা করোনা নিয়ন্ত্রণে এনেছে।

তবে ইউরোপের দেশগুলোতে আক্রান্ত ও মৃতের সংখ্যা করলেও রাশিয়ায় ব্যতিক্রম। দেশটিতে এখন রেকর্ড সংখ্যায় করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৪ হাজার, মারা গেছে ১ হাজার ২৮০ জনের।

এছাড়া ব্রাজিলেও হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম করোনার আবির্ভাব ঘটে। এরপর একে একে বিশ্বের ১৮৫টির বেশি দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। ওয়াল্ডওমিটার।

Comments (0)
Add Comment