হুয়াওয়ের ৫জি সেবা নিষিদ্ধ হল যুক্তরাজ্যে

চলতি বছর শেষে যুক্তরাজ্যের মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো হুয়াওয়ের আর কোনো ৫জি পণ্য কিনতে পারবে না।

এছাড়া ২০২৭ সালের মধ্যেই তাদের নেটওয়ার্ক থেকে চীনা প্রতিষ্ঠানটির সব ধরনের ৫জি যন্ত্রাংশ সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন দেশটির সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া মন্ত্রী অলিভার ডাউডেন।

তিনি বলেন, ‘যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে’।

হুয়াওয়ের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞাকে ‘যুক্তরাজ্যের মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য খারাপ খবর’ বলে মন্তব্য করেছেন বিশেজ্ঞরা। বিবিসি

Comments (0)
Add Comment