যুক্তরাষ্ট্র টিকার মেধাস্বত্ত্ব ছাড় দিতে রাজি

বিপুল চাপের মুখে করোনাভাইরাসের টিকার মেধাস্বত্ত্ব ছাড়ে বিশ্ব বাণিজ্য সংস্থার উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন যুগান্তকারী এ সিদ্ধান্ত নেন। খবর রয়টার্সের

ডেমোক্রেট দলীয় সাংসদ এবং একশটিরও বেশি দেশের চাপের মুখে এ সিদ্ধান্ত নেন বাইডেন।

তবে বাইডেনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস আধানম গেব্রিয়াসুস যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের নৈতিক নেতৃত্বের প্রতিচ্ছবি।

উল্লেখ্য, বিশ্বে টিকার উৎপাদন বাড়াতে ভারত ও দক্ষিণ আফ্রিকা মেধাস্বত্ত্ব ছাড়ের এই উদ্যোগের প্রস্তাব করেছিল।

Comments (0)
Add Comment