করোনা আক্রান্ত স্বয়ং যুক্তরাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী!

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশটির স্বাস্থ্য প্রতিমন্ত্রী নাদিন ডরিস। ব্রিটেনের পার্লামেন্টের সংসদ সদস্যদের মধ্যে তিনিই প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নাদিন ডরিস অসুস্থ হওয়ার আগের দিন প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ওই সপ্তাহে তিনি কয়েকশ লোকের সঙ্গে সংসদে সাক্ষাতও করেছিলেন।

দ্য টাইমস পত্রিকার খবরে বলা হয়েছে, শুক্রবার তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সোমবার সন্ধ্যায় তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী নাদিন ডরিস বলেন, করোনা ধরা পড়ার পর তিনি চিকিৎসকের পরামর্শ নেওয়া শুরু করেন এবং বাড়িতে নিজেকে আইসোলেশনে রাখেন। ‍

বিবিসি’র প্রতিবেদন অনুয়ায়ী, ইংল্যান্ডে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৮২ এবং মৃত্যু হয়েছে ৬ জনের। সর্বশেষ ৮০ বছর বয়সী এক বৃদ্ধ মারা যান।

Comments (0)
Add Comment