অক্সফোর্ডের ভ্যাকসিন ছাড়পত্র পেতে পারে ডিসেম্বরে

অক্সফোর্ডের সম্ভাব্য করোনা ভাইরাসের ভ্যাকসিনটি ডিসেম্বরে ছাড়পত্র পেতে পারে এবং আগামী ছয় মাসের মধ্যে এটি বাজারে আসতে পারে। শনিবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়, ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তৈরি ভ্যাকসিনটি পরীক্ষার প্রক্রিয়াতে এগিয়ে রয়েছে৷ ভ্যাকসিন তৈরি ও অন্যান্য দেশে সেটা পাঠানো প্রক্রিয়া ছয় মাসের মধ্যে শুরু হতে পারে৷ ৷

ইংল্যান্ডের জয়েন্ট কমিটি অন ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন একটি প্রোটোকল নিয়ে এসেছে যেখানে জানানো হয়েছে যে ৬৫-এর বেশি বয়সীদের প্রথমে ভ্যাকসিন দেওয়া হবে এবং তারপর ধীরে ধীরে তার থেকে কম বয়সী বা যাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি, তাদের ওপর ভ্যাকসিন প্রয়োগ করা হবে৷ এদের মধ্যে থাকবেন সংখ্যালঘু এবং গুরুতর শারীরিক সমস্যায় ভুগতে থাকা মানুষজন৷ ৫০ বছরের বেশি বয়সী লোকেরা থাকবে তারপরের তালিকায়৷ এবং তার থেকে কম বয়সীরা ভ্যাকসিন পাবেন তারপর৷

দ্য টাইমসের প্রতিবেদনে আরো বলা হয় যে অক্সফোর্ডের ভ্যাকসিন পরীক্ষার বিষয়ে বিজ্ঞানীরা আশাবাদী৷ তারা আশা করছেন যে এই বছরের শেষের আগে এর ফল পাবেন মিলবে এবং কমপক্ষে ৫০ শতাংশ সংক্রমণকে নিয়ন্ত্রণ করা যাবে৷ এটি অনুমোদিত হলে, ইংল্যান্ডের ন্যাশনল হেলথ সার্ভিস (এনএইচএস) গণহারে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে।

Comments (0)
Add Comment