এবার ট্রাম্পের চিফ অব স্টাফ করোনায় আক্রান্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিফ অব স্টাফ মার্ক মিডোস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার মার্কিন গণমাধ্যমের খবরে এমন তথ্য মিলেছে।

দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে ৬১ বছর বয়সী মিডোস প্রাণঘাতী এই মহামারীতে সংক্রমিত হয়েছেন বলে তিনি নিজেই জানান।

বুধবার তার প্রথম করোনা পজিটিভ আসে। তার আগের দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে।

বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প যখন দেড়শ জনের মতো তার শীর্ষ সহকারী ও সমর্থকদের উদ্দেশ্যে কথা বলছিলেন, তখন সেখানে মিডোসও ছিলেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হন। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়াও ভাইরাসে সংক্রমিত হন।

গত অক্টোবর থেকে ট্রাম্পের যেসব কর্মকর্তা করোনায় আক্রান্ত হন, তাদের মধ্যে প্রেস সেক্রেটারি কেইলিগ ম্যাকানি, নীতি উপদেষ্টা স্টিফেন মিলার ও হপ হিকস রয়েছেন।

বিশ্বে করোনা সবচেয়ে বেশি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত ৯৭ লাখ মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। আর তাদের মধ্যে দুই লাখ ৩৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.