‘সেনাপ্রধানের ফেসবুক অ্যাকাউন্ট নেই’

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেনাপ্রধানের নাম এবং ছবি ব্যবহার করে তৈরি ভুয়া আইডি খুলে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেওয়া হচ্ছে বা তথ্য উপস্থাপন করা হচ্ছে। এসব ভুয়া আইডি থেকে প্রকাশিত সকল তথ্য মিথ্যা হিসেবে গণ্য করতে আইএসপিআরের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হয়েছে।

You might also like

Comments are closed.