তথ্যমন্ত্রী হাছান মাহমুদ করোনামুক্ত

নভেল করোনাভাইরাসের দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় নেগেটিভ ফল আসায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি সম্প্রতি করোনায় সংক্রমিত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

রবিবার আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ নিজেই করোনামুক্ত হওয়ার তথ্য জানিয়ে বলেন, গতকাল রাতে করোনাভাইরাসের টেস্টের রেজাল্ট নেগেটিভ আসায় আজ হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। শারীরিক কোনো জটিলতা নেই।

এর আগে গত ১৬ অক্টোবর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন তথ্যমন্ত্রী। পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন।

You might also like

Comments are closed.