কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুক্ত

প্রায় ১৪ মাস বন্দি থাকার পর অবশেষে মুক্তি পেলেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

কাশ্মীরের প্রশাসনিক মুখপাত্র রোহিত কানসাল তার মুক্তির খবর প্রকাশ করে বলেন, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে মেহবুবা মুফতিকে মুক্তি দেয়া হয়েছে।

গত বছরের আগস্টে ভারতের পার্লামেন্টে আইন করে কাশ্মীরের বিশেষ মর্যদা তুলে নেয়ার পর ওই অঞ্চলে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে।
সে সময় আটক করা হয়েছিল ফারুক ও ওমর আবদুল্লাহসহ কাশ্মীরের বড় বড় নেতাদের। মেহবুবা মুফতিকেও বন্দি করা হয় সে সময়।

চলতি বছরের শুরুতে ফারুক ও ওমর আবদুল্লাহ বন্দিদশা থেকে মুক্ত হলেও পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) এই নেত্রীকে ছাড়েনি কাশ্মীর প্রসাশন।

বার বার নানা কারণ দেখিয়ে তার গৃহবন্দির সময়কাল বাড়ানো হচ্ছিল । গত জুলাইয়ে তিন মাসের জন্য মেহবুবার গৃহবন্দির সময়কাল বাড়িয়েছিল প্রশাসন।

চলতি বছরের ফেব্রুয়ারিতেজন নিরাপত্তা আইনে আটক দেখিয়ে মেহবুবা মুফতিকে তার বাড়ি ‘ফেয়ার ভিউ’তে স্থানান্তরিত করা হয়। নিজ বাড়িতেই গৃহবন্দি করে রাখা হয় পিডিপি নেত্রীকে।

এদিকে মেহবুবা মুফতির মুক্তির খবর টুইট করে জানিয়েছেন তার মেয়ে ইলতিজাও। এতোদিন ধরে মায়ের টুইটার হ্যান্ডেল থেকে তিনি পোস্ট দিয়ে আসছেন।

সেখানে ইলতিজা লিখেছেন, মুফতিকে অবৈধভাবে বন্দি রাখার দিন শেষ হলো। এই সঙ্কটময় মুহূর্তে যারা আমার পাশে থেকেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।

এছাড়া জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহও মুফতির মুক্তি পাওয়ার খবরকে স্বাগত জানিয়েছেন।

টুইটে তিনি লেখেন, এক বছরেরও বেশি সময় আটক থাকার পর মেহবুবাকে যে মুক্তি দেয়া হয়েছে, তাতে আমি খুশি। অন্যায়ভাবে তাকে আটক করে রাখা হয়েছিল। যা গণতন্ত্র বিরোধী।

তথ্যসূত্র: এনডিটিভি, টুইটার, টাইমস অব ইন্ডিয়া

You might also like

Leave A Reply

Your email address will not be published.