ঢাকা উত্তরের মেয়র আতিকুল এবং স্ত্রী করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এবং তাঁর স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলাম।

অসুস্থ বোধ করায় রবিবার সকালে কোভিড টেস্টের জন্য তাঁরা নমুনা দেন এবং রাতে টেস্টের ফল পাওয়া যায়।

এছাড়া মেয়রের এপিএস-২ রিশাদ মোর্শেদও করোনায় আক্রান্ত হয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ডিএনসিসি।

বর্তমানে মেয়র মো. আতিকুল ইসলাম হোম কোয়ারেন্টাইন রয়েছেন বলে জানা গেছে। রোগমুক্তির জন্য তাঁরা নগরবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

You might also like

Comments are closed.