করোনা আক্রান্ত তাহসান

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন গায়ক ও অভিনেতা তাহসান খান। এখন বাসাতেই চিকিৎসকের পরামর্শে আইসোলেশনে রয়েছেন তিনি। গত ছয়দিন ধরে জ্বর ও ঠান্ডায় ভোগছিলেন তাহসান। জ্বরের কারণে তিনদিন আগে একটি নাটকের শুটিং সেটে তার শারীরিক অবস্থা বেশ গুরুতর দেখা যায়। পরে করোনা পরীক্ষা করালে রেজাল্ট পজেটিভ আসে জানান। করোনা পজেটিভ জানার পরই সকল কাজ স্থগিত করেছেন তিনি। পরিচালক মাবরুর রশিদ বান্নার টানা পাঁচ দিনের শুটিং সিলিউল দেওয়া ছিল এই গায়ক-অভিনেতার। পাশাপশি আরও কয়েকজন নির্মাতারও কাজের শিডিউল দেয়া ছিলো। সকল কাজের শিডিউলই স্থগিত করেছেন এ গায়ক ও অভিনেতা।

সম্প্রতি তাহসান শেষ করেছেন ‘হ্যালো বেবী’ শিরোনামরে একটি নাটকের শুটিং। এটি ভালোবাসা দিবসে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

You might also like

Comments are closed.