হাসপাতাল ছেড়ে দিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প!

করোনাভাইরাস আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরেছেন।

ওয়াশিংটনের ওলটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তিন রাত ছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় হেলিকপ্টারে করে হোয়াইট হাউসে ফেরেন তিনি। খবর বিবিসির

হোয়াইট হাউসে ফিরে বেলকনিতে মাস্ক খুলে ফেলেন ট্রাম্প। যেখানে সাম্প্রতিক সময়ে কয়েকজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন।

এক টুইটে ট্রাম্প বলেন, ‌‌সত্যিই ভালো লাগছে। করোনাকে ভয় পাবেন না, এটি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে।

করোনায় আক্রান্ত হওয়ার এক দিন পর গত শুক্রবার হাসপাতালে ভর্তি হন ট্রাম্প।

সমর্থকদের চমক দিতে রোববার হঠাৎ করে কিছুক্ষণের জন্য হাসপাতাল ছেড়ে গাড়িবহর নিয়ে বের হন ট্রাম্প। এ নিয়ে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে।

এখন পর্যন্ত হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেইলি ম্যাকেনানিসহ ট্রাম্পের কাছের অন্তত ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

You might also like

Comments are closed.