দ্বিতীয় দিনে ৩৫০ সৌদি প্রবাসীকে টিকিট প্রদান
সৌদি প্রবাসীদের কাজে ফিরতে দ্বিতীয় দিনের মতো টিকিট বিক্রি শুরু করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। শুক্রবার ৩৫০ জন টোকেনধারীকে ডাকা হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে হোটেল সোনারগাঁওয়ের কার্যালয়ে টিকিট বিক্রি শুরু হয়।
শুক্রবার ৩৫০ জন টোকেনধারীকে ডাকা হয়েছে বলে সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান। সাপ্তাহিক ছুটি ও জুমার দিন হওয়ায় একটু কম ডাকা হয়েছে। তবুও সময় থাকলে পরবর্তী সিরিয়াল অনুযায়ী টিকিট দেওয়া হবে বলে জানান তারা।
রিটার্ন টিকিট কেটে যারা দেশে এসেছিলেন এখন শুধু তারাই পর্যায়ক্রমে টিকিট পাবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। নতুন করে কোনো টিকিট ইস্যু করা হবে না।
ভিসা জটিলতার আশঙ্কায় দ্রুত টিকিট পেতে গত ছয় দিন ধরে হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে অবস্থান করছেন সৌদি গমনেচ্ছুরা। তবে সৌদি সরকার ইকামার মেয়াদ ২৪ দিন বাড়ানোয় সংকট কেটেছে অনেকটা।

Comments are closed.