নবম শ্রেণিতে বিলম্ব রেজিস্ট্রেশনের সুযোগ

নবম শ্রেণিতে বিলম্বে রেজিস্ট্রেশনের সুযোগ শিক্২০১৯-২০ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারেননি যেসব শিক্ষার্থী, তাদের নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বুধবার থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

গতকাল মঙ্গলবার শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, এজন্য শিক্ষার্থীপ্রতি ৩০৩ টাকা রেজিস্ট্রেশন ফি (বিলম্ব) ধার্য করা হয়েছে। সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে।

নির্ধারিত তারিখের পর কোনোভাবেই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

You might also like

Comments are closed.