প্রথমবারের মতো ইরাক সফরে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে ইরাকের বাগদাদে পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।
দীর্ঘদিনের সংঘাতে বিপর্যস্ত দেশটির সার্বভৌমত্ব পুনরুদ্ধারে তিনি সহায়তা করবেন বলে আশা করা হচ্ছে।
মুস্তাফা আল কাদহিমি সরকার গঠনের পর ইরাকে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের প্রথম সফরও এটি।
তিনি দেশটির সাবেক গোয়েন্দা প্রধান ছিলেন। মে মাসে সরকার গঠন করেন মুস্তাফা। দায়িত্ব নেন প্রধানমন্ত্রীর। এএফপি।
ইরাকের প্রধানমন্ত্রী আল কাদহিমি এবং প্রেসিডেন্ট বারহাম কাসেমির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ম্যাক্রোঁর। বুধবার একদিনের সফরে বাগদাদে পৌঁছান তিনি।
এমন সময় ফরাসি প্রেসিডেন্ট ইরাক সফর করেছেন যখন যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনীতি ভেঙে পড়েছে।
করোনা মহামারী সেই পরিস্থিতিকে আরো দুর্বিষহ করে তুলছে। ইরাকের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ম্যাক্রোঁর সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন।