কোহলি -আনুশকার ঘরে নতুন অতিথি!

সুখবর দিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানালেন, প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন তিনি।

জানা গেছে, আগামী বছরের শুরুতে কোহলি- আনুশকার প্রথম সন্তান পৃথিবীর আলো দেখবে। সামাজিক মাধ্যমে স্বামী বিরাট কোহলির সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে সুখবরটি দিয়েছেন আনুশকা। সেখানে বেবি বাম্পসহ ছবিতে ধরা দিয়েছেন আনুশকা। নতুন অতিথি আসার খবরে দারুণ উচ্ছ্বসিত এই তারকা দম্পতি।

ছবির ক্যাপশনে আনুশকা লেখেন, ‘এবং তারপর, আমরা তিনজন! পৌঁছাবে ২০২১ সালের জানুয়ারিতে। ‘

২০১৭ সালে ৯ ডিসেম্বর বিয়ের পিড়িতে বসেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও আনুশকা শর্মা। প্রায় তিন বছর পর তাদের সংসারে আসছে প্রথম সন্তান।

You might also like

Comments are closed.