এবার ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় মোদি!
২০ লাখেরও বেশি ভারতীয়-আমেরিকানদের কাছে টানতে ডনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবির একটি ভিডিও বিজ্ঞাপন প্রকাশ করেছে। বিজ্ঞাপনটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন বক্তব্য এবং আহমেদাবাদে দেয়া ট্রাম্পের ঐতিহাসিক ভাষণের ছোট ছোট ভিডিও ক্লিপ সংযুক্ত করা হয়েছে।
ফেব্রুয়ারিতে ট্রাম্পের ভারত সফরের সময় মোদি এবং ট্রাম্প আহমেদাবাদে বিপুল দর্শকের সামনে ভাষণ দিয়েছিলেন। ট্রাম্পের সাথে স্ত্রী মেলানিয়া, মেয়ে ইভানকা, মেয়েজামাই জ্যারেড কুশনার এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্রাম্প ভিক্টরি ফিনান্স কমিটির প্রধান কিম্বারলি এক টুইটে বলেন, ‘ভারতের সাথে যুক্তরাষ্ট্রের রয়েছে দারুণ সম্পর্ক এবং আমরা (ট্রাম্পের প্রচারণা শিবির) ভারতীয়-আমেরিকানদের কাছ থেকে বিপুল সমর্থন পাচ্ছি।’
ট্রাম্পের পুত্র ডনাল্ড ট্রাম্প জুনিয়র প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন এবং ভারতীয়-আমেরিকান কমিউনিটির সাথে তার বেশ ভালো যোগাযোগ রয়েছে। তিনি ওই বিজ্ঞাপনটি রিটুইট করলে মুহুর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়৷ প্রথম কয়েক ঘন্টায় ৬৬,০০০ এরও বেশি টুইটার ব্যবহারকারী পোস্টটি ‘ভিউ’ করেন।
দ্বিতীয় ভিডিওতে ট্রাম্প এবং মোদিকে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ৫০,০০০ ভারতীয়-আমেরিকানের সামনে হাতে হাত ধরে হাঁটতে দেখা যায়। ভিডিওটি গত বছরের, যখন মোদি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। ভিডিওতে মোদিকে বলতে শোনা যায়, ‘তাকে (ট্রাম্প) নতুন করে পরিচয় করিয়ে দেবার কোন প্রয়োজন নেই, প্রায় সব আলোচনাতেই তার নাম চলে আসে। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মি. ডনাল্ড ট্রাম্প।’
মোদি হিউস্টনে এভাবেই ট্রাম্পকে ‘নিজের পরিবার’ বলে পরিচয় করিয়ে দেয়ার পর ভিডিওটির দ্বিতীয় অংশে দেখা যায় ট্রাম্প আহমেদাবাদে বলছেন, ‘যুক্তরাষ্ট্র ভারতকে ভালোবাসে, সম্মান করে৷ যুক্তরাষ্ট্র সবসময় ভারতের বিশ্বস্ত এবং অনুগত বন্ধু হয়ে থাকবে।’ ৪০ লক্ষ ভারতীয়-আমেরিকানের প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘তারা সত্যিই খুব চমৎকার মানুষ।’
সূত্রঃ দ্য হিন্দু