আমেরিকার ভাইস প্রেসিডেন্ট দৌড়ে কমলা হ্যারিস, ভারতে যার শেকড়
আসছে মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন নিজের রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বেছে নিয়েছেন (এই প্রথম) কৃষ্ণাঙ্গ এবং ভারতীয় বংশোদ্ভূত নারী কমলা হ্যারিসকে। প্রেসিডেন্ট ট্রাম্পকে টেক্কা দেওয়ার জন্য যৌথভাবে লড়বেন বাইডেন এবং কমলা।
একটা সময় কমলা প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার লড়াইয়ে ছিলেন। কিন্তু ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরীণ লড়াইয়ে জো বাইডেনের কাছে হেরে যান তিনি। এবার সেই বাইডেনেরই রানিংমেট হলেন কমলা।
টাইমস অফ ইন্ডিয়ার এক বিশ্লেষণে উঠে এসেছে কমলার শেকড় কিভাবে ভারতে বাঁধাঃ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করা কমলার মা দক্ষিণ ভারতের একজন তামিল এবং বাবা জ্যামাইকান।
নিজেকে কৃষ্ণাঙ্গ হিসেব পরিচয় দিলেও কমলা অনেকবারই তার ভারতীয় শেকড়ের কথা বলেছেন। স্মরণ করেছেন কৈশোরে নানার সাথে গ্রীষ্মের ছুটি কাটাতে চেন্নাই ভ্রমণের কথা। তার নানা ভারতের একজন সরকারি কর্মচারী ছিলেন।
কমলার মা শ্যামলা গোপালান স্তন ক্যান্সার গবেষক ছিলেন। তিনি ১৯৬০ সালে ডক্টরেট করতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানেই জ্যামাইকান ডনাল্ড হ্যারিসের সাথে তার পরিচয় হয়।
কমলার বোন মায়া হ্যারিসও রাজনীতির সাথে জড়িত। মায়া হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন।
কমলার বয়স যখন সাত বছর তখন তাদের বাবা-মার বিবাহ বিচ্ছেদ হয়।