নিউজিল্যান্ডে ১০২ দিন পর ফের করোনার সংক্রমণ

নিউজিল্যান্ডে ১০২ দিন পর প্রথম স্থানীয়ভাবে করোনায় রোগী শনাক্ত হয়েছে। এরপর জনপ্রিয় শহর অকল্যান্ড অস্থায়ী লকডাউন ঘোষণা করা হয়।

মঙ্গলবার রাতে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডান চারজনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর আগামী তিন দিনের জন্য শহরে তৃতীয় মাত্রার লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার রাত থেকে লকডাউন কার্যকর হবে।

ফেব্রুয়ারিতে বিশ্বের অধিকাংশ দেশে করোনার সংক্রমণ ব্যাপক হারে শুরু হলেও নিউজিল্যান্ড ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এর জন্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডান।

সিএনএন দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের বরাত দিয়ে জানিয়েছে, দক্ষিণ অকল্যান্ডে একই পরিবারে চারজনের করোনা শনাক্ত হয়েছে। তবে করোনা মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.