আলাউদ্দিন আলীর জানাজা এফডিসিতে

কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী চলে গেছেন রবিবার বিকেলে। তার চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে। এদিকে আলাউদ্দিন আলীর পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বাদ যোহর খিলগাঁও মূর ই বাগ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এই সুর সম্রাটের। এর পর বেলা আড়াইটায় এফডিসিতে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, গুরুতর অসুস্থ অবস্থায় শনিবার ভোরে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এই কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালককে। এরপর থেকে হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে তাকে রাখা হয়। কিন্তু অবশেষে চলে গেলেন এই সুর সম্রাট। এর আগে ২০১৫ সালে জুন মাসে আলাউদ্দিন আলীর শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে তিনি কয়েক দফায় ব্যাংককে চিকিৎসা নিয়েছেন।

You might also like

Comments are closed.