করোনা মোকাবেলায় এডিবির ৩০ লাখ ডলার ঋণ অনুমোদন
বাংলাদেশে কভিড-১৯ মোকাবিলার অংশ হিসেবে জরুরি ভিত্তিতে চিকিৎসা সামগ্রী কেনার জন্য ৩০ লাখ ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
সংস্থার এশিয়া প্যাসিফিক অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে মঞ্জুর করা এই অর্থের যোগান দিয়েছে জাপান সরকার।
কভিড-১৯ মোকাবেলায় সরকারের পক্ষে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ এবং অন্যান্য প্রয়োজনে এডিবির এই ঋণ সহায়ক হবে বলে মনে করেন বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।
ঋণ অনুমোদন উপলক্ষে বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, এই মঞ্জুরির অর্থে জরুরি ওষুধ ক্রয়, চিকিৎসা সামগ্রী সংগ্রহ ও সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যয় যোগান দেওয়া সম্ভব হবে। কভিড-১৯-জনিত স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষতি যতটা সম্ভব ন্যূনতম সীমায় বেঁধে রাখা এবং কভিড-১৯ পরবর্তী আর্থ-সামজিক অবস্থা পুনরুদ্ধারে বাংলাদেশকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন তিনি।
নতুন এই ঋণ সহায়তাসহ কভিড-১৯ শুরুর পর থেকে এ পর্যন্ত বাংলাদেশকে এডিবির এ সংক্রান্ত ঋণের পরিমাণ ৬০ কোটি ৩০ লাখ ডলারের দাঁড়ালো।