এবার করোনা পজিটিভ কসোভোর প্রধানমন্ত্রী

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোতি। রোববার রাতে তিনি নিজেই এ তথ্য জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। খবর আনাদোলু ও পলিটিকোর।

নিজের ভেরিফায়েড পেজে দক্ষিণ-পূর্ব ইউরোপের মুসলিমপ্রধান দেশটির সরকারপ্রধান জানান, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তার শরীরে করোনার শক্ত কোনো উপসর্গ নেই। শুধু হালকা কাশি রয়েছে। আবদুল্লাহ জানান, তিনি আইসোলেশনে আছেন। আগামী দুই সপ্তাহ এ অবস্থায় থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।

পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ লাখ জনসংখ্যার দেশটিতে এখনও পর্যন্ত ৮১০৪ জন করোনা শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২১২ জন।

You might also like

Comments are closed.