করোনায় আক্রান্ত হলেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি।
করোনায় আক্রান্তের বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানান। সেখানে তিনি কারো ফোন রিসিভ করতে পারছেন না বলেও জানান। সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, গানে গানে আবার দেখা হবে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এ সংগীতশিল্পী। কদিন আগেই ‘জাতীয় বেয়াদব’ শিরোনামের একটি গান প্রকাশ করেন তিনি। গানটি এরইমধ্যে আলোচনায় এসেছে।

Comments are closed.