হাসপাতালে সৌদি বাদশাহ সালমান
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে (৮৪) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ সোমবার এই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, পিত্তাশয়ের প্রদাহের কারণে ৮৪ বছর বয়সী বাদশা সালমান বিন আব্দুল আজিজকে রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বাদশাকে। তবে এর বেশি কিছু খবরে বলা হয় নি।
২০১৫ সাল থেকে সৌদি আরবের বাদশাহ হিসেবে দেশ শাসন করছেন সালমান বিন আব্দুল আজিজ। খালিজ টাইমস, আল জাজিরা।

Comments are closed.