হাসপাতালে আমির, ক্রাউন প্রিন্সের হাতে কুয়েতের রাষ্ট্রক্ষমতা
অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ। ৯১ বছর বয়সী এ শাসকের অসুস্থতার কারণে এখন সাময়িকভাবে তার দায়িত্ব বুঝে নিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স শেখ নাওয়াফ আল-আহমেদ আল-সাবাহ। কুয়েতের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থার বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা।
শনিবার সর্বশেষ জানা গেছে, শেখ সাবাহ আল-আহমদ সুস্থ রয়েছেন। তার সুস্থতার খবরে নিশ্চিত করেছেন দেশটির একজন প্রভাবশালী মন্ত্রী। তবে রাজ পরিবার থেকে একটি নির্দেশনা ইস্যু করা হয়েছে। যাতে ক্ষমতা সাময়িকভাবে ক্রাউন প্রিন্সের হাতে অর্পন করা হয়েছে।
বর্তমানে করোনা ভাইরাস মহামারি মোকাবেলায় লড়ছে কুয়েত। এরমধ্যেই আমির শেখ সাবাহর হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেল।
ছোট দেশটিতে এখন পর্যন্ত ৫৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ৪০০ জনের বেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে, এখন পর্যন্ত ৪৯,০০০ জন সুস্থ হয়ে উঠেছে।

Comments are closed.