চলে গেলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম

যমুনা গ্রুপের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল (৭৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন।

যমুনা গ্রুপ বাংলাদেশে একটি বড় শিল্প গ্রুপ। বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটরসাইকেল, ইলেকট্রনিকস, বেভারেজ, টয়লেট্রিজ উৎপাদন করছে এ গ্রুপটি। দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন এই গ্রুপের মালিকানাধীন।

You might also like

Comments are closed.