চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি সপরিবারে করোনায় আক্রান্ত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার পরিবারের কয়েকজন সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।
জানা গেছে, বর্তমানে ভিসি ও পরিবারের আক্রান্ত সদস্যরা তাদের চট্টগ্রামের বাসায় রয়েছেন। তাদের শারীরিক অবস্থা ভালো। ভিসি সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

Comments are closed.