স্থগিত এশিয়া কাপ

গতকালই এশিয়া কাপ স্থগিতের ঘোষণা দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বোর্ডের সভাপতির কথা অবিশ্বাস করেনি কেউই। আজ সৌরভের কথার আনুষ্ঠানিকতা সারল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ ক্রিকেটের আসর। আয়োজক পাকিস্তান হলেও এশিয়া কাপের স্বাগতিক ছিল শ্রীলঙ্কা। পাকিস্তান নিজেরাই এই দায়িত্ব শ্রীলঙ্কাকে দিয়েছিল। চলমান করোনা পরিস্থিতিতে এবছর আর মাঠে গড়াবে না এশিয়া কাপ। এসিসির ইচ্ছা, ২০২১ সালের জুনে স্থগিত হওয়া এশিয়া কাপ আয়োজনের।

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপও স্থগিত হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আগামী সপ্তাহেই আসবে চূড়ান্ত ঘোষণা।।

You might also like

Comments are closed.