একদিনে ২৫ হাজারের বেশি সংক্রমণ, ভারতে নতুন রেকর্ড

আটের দশকে ক্যারিবিয়ান ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস এর ব্যাটের পরাক্রম যাঁরা দেখেছেন, তারা ভারতের এই করোনা তাণ্ডবের সঙ্গে তার ব্যাটিং তুলনা করে অদ্ভুত মিল খুঁজে পাবেন। করোনা ভারতের পিচে ঠিক ভিভ এর মতো ছক্কা হাঁকাচ্ছে।

বুধবার একদিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পঁচিশ হাজার ছাড়িয়ে গেল, প্রথমবার। এদিন সংক্রমিত হয়েছেন মোট পঁচিশ হাজার পাঁচশো ত্রিশ জন। মৃত চারশো তিরানব্বই। ভারতে মোট আক্রান্ত হয়েছেন সাত লক্ষ আটষট্টি হাজার তিনশো বাইশ জন। মোট মৃত্যু একুশ হাজার একশো বাইশ।

একটাই সান্ত্বনা- করোনামুক্ত হয়েছেন চার লক্ষ পঁচাত্তর হাজার আটশো ঊনপঞ্চাশ জন।

এই করোনা আবহেই ভারত আমেরিকা, জার্মানি ও ফ্রান্স এর সঙ্গে বিমান চলাচলের প্রোটোকলে স্বাক্ষর করছে আগামী সপ্তাহে।।

You might also like

Comments are closed.