করোনাভাইরাস: ইরানে ৫ এমপি আক্রান্ত

ইরানে নবনির্বাচিত পার্লামেন্টের কমপক্ষে ৫ জন এমপি করোনায় আক্রান্ত হয়েছেন। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম বলেছে, এসব এমপি হলেন মোহাম্মদ তালা মাজলুমি, সৈয়দ মোহাম্মদ মোহিদ, হোসেইন আলি হাজি দালেগানি, আলি আসগার জাহেরি এবং মোহাম্মদ মেহদি জাহেদি। উল্লেখ্য, এপ্রিলে ইরানে উল্লেখযোগ্যভাবে করোনা সংক্রমণের সংখ্যা কমে যায়। এর ফলে সরকার বিধিনিষেধ শিথিল করে। কিন্তু সেই সিদ্ধান্ত বুমেরাং হয়েছে। নতুন করে বিভিন্ন অংশে সংক্রমণ দেখা দিয়েছে। ফলে নতুন করে সেখানে নিয়মকানুন করা হয়েছে। বলা হয়েছে, যেসব মানুষ মুখে মাস্ক পরবে না তাদেরকে সরকারি কোনো সেবা দেয়া হবে না।

কর্মক্ষেত্রে কাজ করতে পারবে না। যেসব কর্মক্ষেত্রে এসব বাস্তবায়ন করতে না পারবে তাদেরকে এক সপ্তাহের জন্য বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। উল্লেখ্য, শনিবার দেশটিতে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ৮৭৮। এদিন মারা গেছেন আরো ১৪৮ জন। সব মিলে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৪০৮।

You might also like

Comments are closed.