করোনাভাইরাসে আরো এক পুলিশ সদস্যের মৃত্যু

করোনাভাইরাসে সংক্রমিত আরো এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মো. আতিয়ার রহমান পুলিশের এই কনস্টেবল মানিকগঞ্জ জেলা পুলিশের কন্ট্রোল রুমে কর্মরত ছিলেন। এ নিয়ে করোনা মহামারীতে দায়িত্ব পালনকালে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৩৮ পুলিশ সদস্যের মৃত্যু হল, আর সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১০ হাজার।

পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,শনিবার দিবাগত রাত ১০টার দিকে আতিয়ার রহমান রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মরা যান।

কনস্টেবল আতিয়ার ১৯৮৪ সালের ২৬ নভেম্বর পুলিশে যোগ দেন। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার কামালদিয়া গ্রামে। স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানিকগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে আতিয়ারের দাফন সম্পন্ন হবে।

You might also like

Comments are closed.