করোনায় ফেনী জেলা আ’লীগ সভাপতির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

করোনাভাইরাসে আক্রান্ত ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামান রোববার ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন (সিএমএইচ)। (ইন্না … রাজিউন)। তার বড় ছেলে সাইফুজ্জামান বাবু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারিক সূত্রে জানা যায়, ১৯ জুন শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি হন আকরামুজ্জামান। পর দিন নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস শনাক্ত হয়।
২০ জুন রাতে করোনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর থেকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছিল।

আকরামুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

You might also like

Comments are closed.