বিপর্যস্ত সিরিয়ার পাশে দাঁড়ানোর ঘোষণা ইরানের

অর্থনৈতিকভাবে বিপর্যস্ত সিরিয়ার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। দীর্ঘ যুদ্ধে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে সিরিয়া। চলছে তুরস্কের আগ্রাসন। এরমধ্যে আবার নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রও। সব মিলিয়ে খাদের কিনারায় সিরিয়ার অর্থনীতি। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ জানিয়েছেন, দামেস্কের অর্থনীতি ফিরিয়ে আনতে কাজ করে যাবে তেহরান। এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।

খবরে বলা হয়, জাফাদ জারিফ সিরিয়াকে ইরানের পরম বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, তাদের সঙ্গে আমাদের শক্তিশালী অর্থনৈতিক স¤পর্ক রয়েছে।

তাই সিরিয়ার অর্থনৈতিক দুর্দশা দূর করতে ইরান ও ইরানের মিত্র রাষ্ট্ররা একযোগে কাজ করবে। যতদিন না সিরিয়ার অর্থনীতি শক্তিশালী হচ্ছে দেশটির পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।
সম্প্রতি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় অর্থনৈতিক ও বাণিজ্য নিষেধাজ্ঞার মুখে পড়ে সিরিয়া। এছাড়া, দেশটির প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের স্ত্রীসহ সরকারি কর্মকর্তাদের ওপর দেয়া হয় ভ্রমণ নিষেধাজ্ঞা। তাদের কোনো সম্পত্তি যুক্তরাষ্ট্রে থাকলে তা বাজেয়াপ্তের নির্দেশও দেয়া হয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.