বিশ্বে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যায় আক্রান্ত হয়েছে। রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, শনিবার ১ লাখ ৮৩ হাজার ২০ জন করোনায় আক্রান্ত। যা একদিনে আক্রান্তের নতুন রেকর্ড।

ডব্লিউএইচও’র পক্ষ থেকে বলা হয়, একদিনে এত সংখ্যক আক্রান্তের মধ্যে ব্রাজিলে ৫৪ হাজার ৭৭১ জন, যুক্তরাষ্ট্রে ৩৬ হাজার ৬১৭ জন এবং ভারতে ১৫ হাজার ৪০০ জন।

রেকর্ড আক্রান্ত হওয়ার কারণ হিসেবে সংস্থাটি জানায়, বিশ্বব্যাপী অনেক বেশি করোনা পরীক্ষা করা হয়েছিল এবং হতে পারে বিশ্বব্যাপী ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস।

এদিকে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, হয়তো করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুসারে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৯০ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭০ হাজারে ৭৯৫ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৪৮ হাজারের বেশি জন।

You might also like

Comments are closed.