ঝামেলা বাড়াবেন না: ভারতকে চীন
নতুন করে ভারত আর চীনের মধ্যে আবারো উত্তেজনা দেখা দিয়েছে। শেষপর্যন্ত ভারত ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন ভারতীয় সেনা নিহত হয়েছে। আর চীনের দাবি, তাদেরও পাঁচ সৈনিক নিহত হয়েছে। এ নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে চীন।
সামরিক বাহিনীর সংঘর্ষে প্রথমবারের মতো ভারতীয় এক সেনা কর্মকর্তা ও দুই সৈন্যের মৃত্যুর পর ঝামেলা না বাড়াতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে চীন।
মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে সতর্ক করে দিয়ে বলেছে, একপাক্ষিক কোনও ব্যবস্থা নেবেন না অথবা ঝামেলা বাড়াবেন না।
হিমালয় পর্বত অঞ্চলের বিতর্কিত লাদাখ সীমান্তে দুই পক্ষের সৈন্যদের সংঘাতে প্রায় ৫৩ বছর পর প্রথম প্রাণহানির ঘটনা ঘটেছে সোমবার রাতে। ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, লাদাখে ভারতীয় সেনাদের সঙ্গে চীনের সেনাবাহিনীর সংঘর্ষে এক ইন্ডিয়ান আর্মি অফিসার ও দুই জওয়ান নিহত হয়েছে।
এদিকে চীন দাবি জানিয়েছে, সংঘর্ষে তাদের পাঁচজন সেনা মারা গেছে। চীনের প্রথম সারির সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক সাংবাদিকের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এ খবর জানায়।
ওই সাংবাদিক টুইটারে লিখেন, ‘চীনা সেনাবাহিনীর পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১১ জন।’