১১ ইউনিটের চেষ্টায় লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার লালবাগের ইসলামবাগ চেয়ারম্যানঘাট এলাকায় প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টায় লাগা আগুন ১১ ইউনিটের চেষ্টায় বিকেল ৪টায় নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর দেড়টার দিকে রাজধানীর পুরান ঢাকার লালবাগের ইসলামবাগ চেয়ারম্যানঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। মোট ১১টি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.