জনশক্তি রফতানির ক্ষেত্রে বড় বাধা দালালদের প্রতারণা: প্রধান উপদেষ্টা

বিদেশে জনশক্তি রফতানির ক্ষেত্রে দালালদের প্রতারণা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাদের হাত থেকে বিদেশগামীদের রক্ষা করতে হবে বলেও আহ্বান জানান তিনি।

বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষ্যে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।

দালালদের থেকে বের না হওয়া পর্যন্ত কোনো কাজই ঠিকমতো হবে না জানিয়ে তিনি বলেন, পুরো জগৎটাই দালাল বেষ্টিত জগত। সরকার এর থেকে অনেক দূরে। সরকারের এর ভেতরে ঢোকার ক্ষমতা নেই।

প্রধান উপদেষ্টা জানান, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে একাধিক দেশের অভিযোগ— বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসনপ্রার্থীদের কাগজপত্র বৈধ নয়, সবই ভুয়া। এ কারণে, বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেয়া বন্ধ রেখেছে বলেও জানান তিনি।

বিভিন্ন দেশ তেলের খনি পেয়ে বড় হয়ে যায় এমন মন্তব্য করে তিনি বলেন, পৃথিবীতে তারুণ্যের অভাব রয়েছে। এদিকে আমাদের দেশ তারুণ্যের খনি। এটা সোনার চেয়েও দামী। এদেরকে মাটি ভেবে ফেলে রাখা যাবে না। ব্যবহার করতে হবে। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতে হবেই, এত তরুণ জনশক্তি আর কোথাও নাই বলেও জানান প্রধান উপদেষ্টা।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.