ফিফা দ্য বেস্ট: কার হাতে কোন পুরস্কার
গতকাল (মঙ্গলবার) কাতারের দোহায় এক বিশেষ অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় এক বছরের সেরা পারফর্মারদের। সবচেয়ে বড় পুরস্কার বর্ষসেরা ফুটবলার হয়েছেন ফ্রান্সের উসমান দেম্বেলে ও স্পেনের মিডফিল্ডার আইতানা বোনমাতি। প্রথম নারী ফুটবলার হিসেবে টানা তৃতীয়বার বর্ষসেরা হলেন বোনমাতি। আর ব্যালন ডি’অরের পর দেম্বেলের হাতে উঠল আরেকটি ব্যক্তিগত সেরার পুরস্কার।
আরও ১০টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে এদিন। কারা কোন পুরস্কার জিতলেন এক নজরে দেখে নেওয়া যাক-
বর্ষসেরা নারী ফুটবলার- আইতানা বোনমাতি
বর্ষসেরা পুরুষ ফুটবলার- উসমান দেম্বেলে
বর্ষসেরা নারী গোলকিপার- হান্না হ্যাম্পটন
বর্ষসেরা পুরুষ গোলকিপার- জিয়ানলুইজি দোনারুমা
বর্ষসেরা নারী কোচ- সারিনা ভিয়েগমান
বর্ষসেরা পুরুষ কোচ- লুইস এনরিকে
মার্তা অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল, নারী)- লিজবেথ ওভালে
পুসকাস অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল, পুরুষ)- সান্তিয়াগো মন্তিয়েল
ফিফা ফ্যান অ্যাওয়ার্ড- জাখো এসসির ভক্তরা
ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড- ড. হারলাস নিউকিং, এসএসভি জান রেগেনসবার্গ
বর্ষসেরা পুরুষ দল
গোলরক্ষক- জিয়ানলুইজি দোনারুমা, ডিফেন্ডার- আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, ভার্জিল ফন ডাইক, নুনো মেন্ডেস, মিডফিল্ডার- কোল পালমার, ভিতিনহা, পেদ্রি, জুড বেলিংহাম, ফরোয়ার্ড: উসমান দেম্বেলে, লামিনে ইয়ামাল।
বর্ষসেরা নারী দল
গোলকিপার- হান্না হ্যাম্পটন, ডিফেন্ডার- ওনা বাতলে, আইরিন পারেদেস, লিয়া উইলিয়ামসন, লুসি ব্রোঞ্জ, মিডফিল্ডার- ক্লাউদিয়া পিনা, পাত্রি গুইজারো, আইতানা বোনমাতি, ফরোয়ার্ড- অ্যালেক্সিয়া পুতেলাস, আলেসিয়া রুসো, মারিওনা কালদেনতি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.