যুগের সঙ্গে বদলাচ্ছেন শাকিব খান: দর্শনা বণিক
টলিউডের অভিনেত্রী দর্শনা বণিক শাকিব খানের কাজ ও পেশাজীবন নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, শাকিব ভাই সমসাময়িক থাকার জন্য প্রতিনিয়ত বদলাচ্ছেন। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার কারণে, আগে যে ধরনের ছবিতে তাকে দেখা যেত, আজ সেই ধরনের ছবিতে তাকে পাওয়া যায় না।
আরও পড়ুন

দর্শনা আরও বলেন, একজন অভিনেতার দীর্ঘদিন টিকে থাকার জন্য শুধু প্রতিভা নয়, সময়ের সঙ্গে নিজেকে বদলানোর দক্ষতা ও কঠোর পরিশ্রমও জরুরি। শাকিবের এই অভিজ্ঞতা প্রমাণ করে, কাজের ধারায় পরিবর্তন আনা পেশাদারিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ।
দর্শনার কথায় বোঝা যায়, শাকিব খানের জনপ্রিয়তা শুধু তার সুদক্ষ অভিনয় নয়, বরং বদলাতে পারার ক্ষমতা ও পরিশ্রমের ফসল।

Comments are closed.