ডিসেম্বরে হতে যাচ্ছে মহাজাগতিক বিরল দুই ঘটনা, জানা গেল দিনক্ষণ
ডিসেম্বরের শীতল আকাশ এবার যেন বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। বছরের শেষ মাসটিতে মানুষ দেখতে পারবে মহাজাগতিক দুটি বিরল ঘটনা। একদিকে পৃথিবীর আকাশ ছুঁয়ে যাবে এক আন্তঃনাক্ষত্রিক অতিথি (ধূমকেতু), অন্যদিকে চাঁদ ও বৃহস্পতির অপূর্ব মিলন সৃষ্টি করবে মনোমুগ্ধকর দৃশ্য।যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সর্বশেষ আকাশপথ নির্দেশিকা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে-এই ডিসেম্বরের রাতগুলো হবে রোমাঞ্চে ভরা।
প্রথম ঘটনাটি ঘটবে ৭ ডিসেম্বর। যাকে বলা হচ্ছে চাঁদ-বৃহস্পতি সংযোগ। সূর্যাস্তের পর পূর্ব আকাশে দেখা যাবে সরু চাঁদ আর গাঢ় আলো ছড়ানো বৃহস্পতিকে পাশাপাশি। যদিও বাস্তবে বৃহত্তম গ্রহ এবং পৃথিবীর একমাত্র কৃত্রিম উপগ্রহ চাঁদের দূরত্ব কোটি কোটি কিলোমিটার, তবুও পৃথিবী থেকে দেখলে তারা কয়েক ডিগ্রির ব্যবধানে পাশাপাশি থাকা স্থির মহাকাশীয় বস্তুু বলে মনে হবে। খালি চোখে সহজে দেখা যাবে। তবে দূরবীন ব্যবহার করলে দেখা যাবে বৃহস্পতির চার উপগ্রহ-আইও, ইউরোপা, গ্যানিমিড ও ক্যালিস্টো।
মাসের দ্বিতীয় বিরল ঘটনাটি ঘটতে যাচ্ছে ১৯ ডিসেম্বর, যখন আমাদের সৌরজগতে ঢুকে পড়া আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু থ্রিআই/অ্যাটলাস (3I/ATLAS) পৃথিবীর সবচেয়ে কাছে দিয়ে অতিক্রম করবে। এটি মানব ইতিহাসে তৃতীয় আন্তঃনাক্ষত্রিক বস্তু। আগে ছিল ২০১৭ সালের ‘ওউমুয়ামুয়া’ এবং ২০১৯ সালের কমেট বোরিসভ। নাসার অ্যাটলাস সার্ভে টেলিস্কোপ এই ধূমকেতুটিকে আবিষ্কার করে, যা মূলত অন্য এক নক্ষত্রমণ্ডল থেকে ছুটে আসা এক রহস্যময় ভ্রমণকারী।
এই দুই মহাজাগতিক ঘটনা মিলিয়ে ডিসেম্বর হবে জ্যোতির্বিদদের স্বপ্নময় মাস। শীতের পরিষ্কার আকাশ, শহরে আলো থেকে অন্য কোথাও সরে যাওয়ার পাশাপাশি একটু ধৈর্য ধরতে পারলে যে কেউ হয়ে উঠতে পারে মহাজগতের নীরব সাক্ষী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.