হোন্ডার দুই দরজার ইন্টেগ্রা
চীনে চলমান ২০২৫ গুয়াংঝু অটো শোতে বড় চমক নিয়ে হাজির হয়েছে জাপানি অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা। প্রদর্শনীতে জিএসি-হোন্ডা এমন একটি গাড়ি উন্মোচন করেছে, যা একাধারে নস্টালজিক ও আধুনিক। ‘ইন্টেগ্রা’ নামের এই কনসেপ্ট গাড়িটির বিশেষত্ব এতে মাত্র দুটি দরজা রয়েছে এবং চাইলে এর ছাদ খুলে ফেলা সম্ভব। অটোমোবাইল পরিভাষায় এ ধরনের ছাদকে বলা হয় ‘টার্গা টপ’।
গাড়িটির কারিগরি দিক বেশ আকর্ষণীয়। আধুনিক হাইব্রিড প্রযুক্তির যুগেও এতে ব্যবহার করা হয়েছে ১.৫ লিটারের টার্বোচার্জড ফোর-সিলিন্ডার ইঞ্জিন। আর এতে স্বয়ংক্রিয় গিয়ারের বদলে রাখা হয়েছে ম্যানুয়াল ট্রান্সমিশন বা গিয়ারবক্স।
বাহ্যিক নকশায় গাড়িটিতে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। পেছনের দরজা বাদ দেওয়া হয়েছে এবং ছাদের একটি বড় অংশ খোলার ব্যবস্থা করা হয়েছে। গাড়ির বডি পেইন্টের সঙ্গে মিল রেখে চাকাগুলোও সাদা রঙে করা হয়েছে। তবে বৈচিত্র্য আনতে সাইড মিররে ব্যবহার করা হয়েছে লাল রং। ভেতরের ড্যাশবোর্ড ও দরজাতেও লাল রঙের ছোঁয়া রয়েছে। ছাদ খোলার ব্যবস্থা থাকলেও পেছনের আসনগুলো রয়েছে, যা সাধারণত এ ধরনের গাড়িতে দেখা যায় না।
অটোমোবাইল বিশ্লেষকদের মতে, এই বিশেষ মডেলটি বাণিজ্যিকভাবে উৎপাদনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এটি মূলত প্রদর্শনীর জন্য তৈরি একটি ‘কনসেপ্ট কার’ বা শৌখিন প্রজেক্ট। তবে দুই দরজার এই ছাদখোলা গাড়িটি নব্বইয়ের দশকের জনপ্রিয় ‘হোন্ডা ডেল সল’-এর কথা মনে করিয়ে দিচ্ছে। আপাতত গাড়িটি কেবল চীনের প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.